আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারী দিয়ে থাকি। আমরাই দিতে পারি আপনাকে একমাএ অর্জিনিয়াল প্রোডার্ক্ট এর নিশ্চিয়তা। আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য। Shobepai.com.bd পরিবরের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।
১.২.১ঃ ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি হাতে নিয়ে চেক করে নিতে হবে প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে প্রোডাক্টটি রিটার্ন করে দিতে হবে। পরবর্তীতে আমরা প্রোডাক্টটি চেক করে আবার পাঠিয়ে দেব।
১.২.৩ঃ প্রোডাক্টের কোন ত্রুটি বের হলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্যাকেটটি আনবক্সিং করার ভিডিও সহ প্রোডাক্টের ত্রুটি উল্লেখ করে ভিডিওটি আমাদের WhatsApp পাঠিয়ে দিতে হবে। ডেলিভারি ম্যান ডেলিভারি করে চলে আসার পর কোন কমপ্লেন গ্রহণ করা হবে না
Shobe pai online shopping Products are Delivery through courier service all over Bangladesh
🛒 যদি প্রোডাক্টের টান্স এন্ড কন্ডিশনে কোন অ্যাডভান্স এর কথা লেখা থাকে তাহলে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ।
১.২.৪ঃ ডেলিভারি ম্যান প্রোডাক্টটি ডেলিভারি করে চলে আসার পরবর্তীতে প্রোডাক্ট রিটার্ন করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি ব্যবহার করলে অথবা ওয়াশ করিলে প্রোডাক্টটি রিটার্ন হিসেবে গ্রহণ করা হবে না। এবং প্রোডাক্টটি সুন্দর ভাবে প্যাকেটিং করে রিটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাক্টটি আমাদের হাতে আসার পর চেক করে সবকিছু ঠিকঠাক পেলে প্রোডাক্টটি ৫/৭ দিনের মধ্যে এক্সচেঞ্জ করে পুনরায় পাঠানো হবে।
Shobepai.com.bd Quick Payment
- Cash on Delivery
- Bkash
- Nagad
